হয়তো তুমি ভালোই আছো তারার দেশে
মিষ্টি মুখে হাসছো সুখে মেঘের শেষে।


তুমি) সূর্যের আলোয় সাজাও জীবন চাঁদের আলোয় বাজাও মন,
একেলা কি আর কাটে জীবন সাথী নিয়ে সাজে ভুবন।
ভালোই আছো সুখে আছো ভুলে আমায় ভালোবেসে।।


ভালো আছো বন্ধু তুমি সুখেই ডুবে থাকো
আছি আমি কেমন করে সেই খবর কি রাখো?


আমার) আঁধার সাথী বাজে বাঁশি নইতো ভালো দুঃখেই বাঁচি
কষ্ট মনে হাসসি তবু তোমার আশায় ফিরে আসি।
সুখি আমায় কইরো বন্ধু কাছে এসে ভালোবেসে।।