যখন তোমার/পাইনি দেখা/ছিলে তুমি/দূরে-দূরে
বেদনারই/গান গেয়েছি/করুন কঠোর/সুরে-সুরে।


ছিলনা তো/চেনা-জানা/নয়তো পরি/চয়
দূরের কেউ যে/ছিলে তুমি/কাছের কেউ তো/নয় ।
দেখা হলো/চেনা হলো/তাই তো আসি/উড়ে উড়ে ।।


ঐ আকাশের/চাঁদ দূরেই/ভালো জ্যোৎস্না/ রাতে
গোলাপ ভালো/কানন মাঝে/তুমি থাকো/সাথে।


সে দেখাতে/কাছে এসে/হলাম তোমার/আপন
এই জীবনের/সাথী তুমি/বলে আমার/মন ।
তাইতো আমি/তোমায় ভাবি/ফিরে আসি/ঘুরে ঘুরে।।