লোকে বলে আগুন যে তোর চোখে মুখে অঙ্গ জুড়ে,
সেই আগুনে কতো প্রেমিক রাস্তা-ঘাটে মরে পোড়ে।।


লোকের কথায় কি আসে যায় ছুঁয়ে দিলাম হাত,
ভয়ে-ভয়ে কাছে এসেই করলাম বাজিমাত।।
তোর প্রেমেতে বিনা শরাব নেশায় মাথা ঘুরে।।


একলা আকাশ একলা আমি, উড়ছে কতো ঘুড়ি,
তোর চোখেতে রেখে যে চোখ, আমিও সাথ উড়ি।
জীবন কাটুক তোর বাঁধনে, নানান গানের সুরে।।


পূর্বে-
লোকে বলে আগুন যে তোর চোখে মুখে অঙ্গ জুড়ে
সেই আগুনে কতো প্রেমিক রাস্তা-ঘাটে মরে ফুঁড়ে।।


লোকের কথায় কি আসে যায় ছুঁয়ে দিলাম হাত
ভয়ে-ভয়ে কাছে এসেই করে দিলাম বাজিমাত।
ও তোর প্রেমেতে বিনা শরাব নেশায় মাথা ঘুরে।।


একেলা আকাশ একেলা আমি, উড়ছে কতো ঘুড়ি
তোর চোখেতে রেখে চোখ, আমিও তোর সাথে উড়ি।
জীবন কাটুক তোর সাথে, নানান গানের সুরে।।