তোমার তীরের আঘাতে ক্ষত-বিক্ষত বুকের পাঁজর,
দুঃখের নদীতে সুখের ফেরি করি আমি যাযাবর !


স্মৃতির জোনাক জ্বলে নিভে, হারানো দিনের ভিড়ে
হারিয়ে যাওয়া সময়টা আর আসবে না তো ফিরে ।।
রাখি আপন করে মনের মাঝে; তুমি করো পর ।। ঐ


মিশে তোমার মনের মাঝে নিত্য করি সকাল-সাঁঝে
আড়াল করো পিরিত আমার আমি মিশি তোমার মাঝে ।।
তুমি খুঁজে ফিরো সুখের আবাস; আমি বাঁধি ঘর ।। ঐ