সুখের সময় কতো মানুষ দুঃখের সময় নাই
বন্ধুয়া তুই কোথায় থাকিস কোথায় খুঁজে পাই।


আমি) সুখের আশায় খুঁজা খুঁজি দুঃখ পাইলাম ভুঁড়ি ভুঁড়ি
সুখ আমার সোনার হরিণ, তার তরে পথে-পথে ঘুরি।
সে যায় পালিয়ে দূরে সরে তারে কোথায় যে খুঁজে পাই।।


সেই) আকাশ-পাতাল এক করে ভেঙ্গে মন ফের মন গড়ে,
লীলা খেলা তার কে বুঝে, নয়ন যে তার জীবন পড়ে।
সে যায় আড়ালে খেলে লুকোচুরি কোথায় খোঁজতে যাই।