কষ্ট করলে কেষ্ট মিলে রাধা মিলে কেমনে
কতো দুঃখ নিয়ে বুকে কাঁদে রাধা কে জানে ।।


কৃষ্ণ প্রেমে মজে সবাই রাধার খবর রাখেনা
প্রেম সাগরে ডুবে রাধা চোখের পানি থামেনা ।।
কৃষ্ণ খুঁজে রাধা এখন ঘুরে পথে আনমনে ।। ঐ


ফুল যে ঝরে পাতা পরে ডাল রাখেনা মনে তারে
সেই দুঃখই দেবে সখি 'ভুল' ভালোবেসেছিলে যারে ।।
সুখের খুঁজে রাধা এখন জিজ্ঞায় সে জনে-জনে ।। ঐ


শনিবার ২৩ জুন ২০১৮