ভুল করে একবার একটি বার কাছে ডেকো মেয়ে
ইচ্ছে করে হাতটি আমার ধরবে আছি চেয়ে।।


না হয় অভিনয়ে মিথ্যে করে একবার ভালোবেসো
দূরে থেকে না কাঁদিয়ে আমার কাছে এসো।
কি রূপ তোমার দেখে মুগ্ধ বেড়াই গান গেয়ে।।


আকাশ হাসে, তারা হাসে, হাসে আরো চাঁদ
গায় পাখি গান নদীতে বয় জল আলোর ভাঙ্গে বাঁধ।।


তোমার আশায় কাটে আমার সন্ধ্যা-সকাল বেলা
জোনাক জ্বলে বাতাস চলে ফুল পাখিরো মেলা।
ধন্য হবে জীবন আমার ওগো তোমায় পেয়ে।।