তুমি বৃষ্টি হয়ে ঝড়লে যখন, মুছে দিলে দু’চোখের জল
তবে কেন তুমি বিনা কারণে এতোটা কাঁদালে আমায়।
“ভাল যদি বাসবেই, কাছে যদি আসবেই
তবে কেন দূরে গিয়ে দুখের সাগরে ভাসালে”।।


তোমায় ঘিরে পৃথিবী আমার, তুমি সাত রাজার ধন
জীবন দিয়ে ভালবাসবো তোমায়, করেছি এই পণ।
“ভাল যদি বাসবেই, কাছে যদি আসবেই
তবে কেন দূরে গিয়ে দুখের সাগরে ভাসালে”।।


কতোটা তোমায় ভালবাসি, জানে আকাশ নদী
বাঁচবো না কভু কোন দিনও, তুমি ছাড়া আমি।
“ভাল যদি বাসবেই, কাছে যদি আসবেই
তবে কেন দূরে গিয়ে দুখের সাগরে ভাসালে”।।