লক্ষ কোটি টাকা আছে ওষুধ কেনা যাচ্ছে না
টাকারজোরে এ রোগ থেকে কেউ তো রেহাই পাচ্ছে না;
এই করোনা সাম্যবাদী
মারছে রাজা দাসীবাঁদী,
কারো দেওয়া দাওয়াই এখন এই করো না খাচ্ছে না।


মানুষ এখন চাচ্ছে ক্ষমা ভুলে সকল অনুযোগ
পাপ মোচনের জন্য সবাই ধর্মে দিছে মনোযোগ
ধনী-গরিব যত আছে
দু'হাত তুলে প্রভুর কাছে
বলছে এ রোগ নাও উঠিয়ে অন্য কিচ্ছু চাচ্ছে না।


শক্তি যাদের অনেক বেশি সেই দেশও আজ অসহায়
গোলা, বারুদ অস্ত্র দেখে ভয় করে না করোনায়
দেশে দেশে যুদ্ধ নেই আর
সবার চোখে তবু আঁধার
কান্না ছাড়া কণ্ঠে কারো অন্য সুর আর বাজছে না।


বিজ্ঞানীরা দিন রাত্রি গবেষণায় মগ্ন আজ
কিন্তু কোনো পথ না পেয়ে তাদের হৃদয় ভগ্ন আজ;
আশার বাণী শুনবো তবে
তারা ঠিকই সফল হবে,
আপাতত নেই সুখবর তাই করো মন নাচছে না।