দীপ্ত শপথ
আলী এরশাদ


কতো আর সইবি আঘাত।।
মাথা তোল্ কর্ প্রতিবাদ
এই কালো রাত দূর হবে না ভয় পেলে আজ;
সোজা নয় জানি এ পথ।।
নে রে নে দীপ্ত শপথ
কঠিন বিপদ পাড়ি দিতে তোল্ রে আওয়াজ।
কত আর সইবি----------- তোলরে আওয়াজ
কত আর সইবি আঘাত।।


অধিকার দেয় না রে কেউ
যেতে হয় ডিঙ্গিয়ে ঢেউ।।
দল বেঁধে ফেউ খাচ্ছে লুটে বিশ্বটাকে;
জেগে ওঠ্ ওরে নবীন।।
কাঁদে শোন্ ঐ দীনহীন
বাঁচবি ক'দিন চল্ ছুটে চল্ দুখীর ডাকে।
কত আর সইবি----------- তোলরে আওয়াজ।
কত আর সইবি আঘাত।।


মুছে ফেল্ চোখের পানি
না গেয়ে ঘুমপাড়ানি।।
বীরের বাণী সবাইকে আজ শিক্ষা দে রে;
দে জবাব ওদের ভাষায়।।
দে আগুন ওদের বাসায়
যারা শাসায় জোর করে খায় সবই কেড়ে।
কত আর সইবি----------- তোলরে আওয়াজ
কত আর সইবি আঘাত।।


জীবনের জয়গানে
যে জাতি জাগতে জানে।।
তাদের কানে খুব বেশি দিন যায় না ধরা;
জালিমের ভাঙতে আসন।।
একতার খুব প্রয়োজন
ন্যায়ের শাসন আসবে তবেই হাসবে ধরা।
কত আর সইবি----------- তোলরে আওয়াজ
কত আর সইবি আঘাত।।


২৩/০১/১৯ইং