পুরোনো দিনের ছবি চোখের পাতায়
বারবার ভেসে উঠে আমারে কাঁদায়;
সুখগুলো ব্যথা হয়ে ঝরে পরে রোজ
অতীতকে কখনো কী ভুলে থাকা যায়?


বকুলতলায় আছে আজও সে কূজন
শুধু আজ দূরে আছি আমরা দু'জন।।
এখনো শরৎ এলে ফুটে কাশফুল
হাতছানি দিয়ে ডাকে আয় কাছে আয়।
সুখগুলো ব্যথা হয়ে ঝরে পরে রোজ
অতীতকে কখনো কী ভুলে থাকা যায়?


কখনও হবে না পর না এলে মরণ
এ কথা তোমার বলো হয় কী স্মরণ?।।
আমি তো আগের মতো তোমাকেই খুঁজি
জানি না এখন তুমি রয়েছ কোথায়?
সুখগুলো ব্যথা হয়ে ঝরে পরে রোজ
অতীতকে কখনো কী ভুলে থাকা যায়?