আমার এই জীবনতোনায় বহে আনন্দ।
বারোমাসই বহে চিরসুখের বসন্ত।।


কারা বলে জীবনে আছে দুঃখ -
দুঃখকে একবার অনুভব করেই দ্যাখো।
দেখবে দুঃখের মাঝেও- সুখ বহে নিরন্ত।।
আমার এই জীবনদোলায় বহে আনন্দ।


যার লাগি কাঁটো বেলা,
দেখবে একদিন ঠিক তার সনে হবে দেখা।
সেদিন এ জীবন হবে সার্থ, ঘুচে যাবে সব দুঃখ।


ততদিন হাঁসো খেলো- সুখের গান গাহো
ততদিন উদাসীন ভুলে-
প্রফুল্ল ভরা জীবনে খোঁজো,চিরসুখের অমূল্যভান্ড।।
আমার এই জীবনধারায় বহে আনন্দ।। 


[প্রতীক্ষা] -দীপঙ্কর সাহা (দীপ)