বাবা মাকে না বইলা তোর সাথে ঘুরে বেড়াইতাম
টিউশনে ফাঁকি দিয়া শুধু তোর কথা শুনতাম
বইয়ের পাতায় তোর ছবি লুকাইয়া দেখতাম
তার বদলে তুই আমাকে আজ ছেড়া চইলা গেলি
ও প্রেম, প্রেম রে তুই কিছু না
তুই শুধু বয়সের কানা গলি
আমি তোরেই ছেইড়া চলি
তুই বয়সের কানা গলি।


মন রাঙানো দেহের ভঙ্গি লুক্কাইয়া দেখতাম
কি যে ভালো লাগত সে তো বুঝাইতে না পারতাম
শরীর জুড়ে স্পর্শ সুখের ইচ্ছে হয়ে রইতাম
আর শুধু তোকে চাইতাম আর তোকে চাইতাম
ও প্রেম, প্রেম রে তুই কিছু না
তুই শুধু জীবনের কাছে জীবনের বলি
বয়সের কানা গলি
আমি তোরেই ছেইড়া চলি
তুই বয়সের কানা গলি।


না বুঝতে শেখা সেই বয়সে তোকেই বুঝতে চাইতাম
কত কি যে লক্ষ্য ছেড়ে তোর ভরসায় জীবন ভাসাইতাম
পেয়েছি যা না পাই নি এই দোলাচলে অকুল হইতাম
ও প্রেমে, প্রেম রে তুই কিছু না
নিজের কাছে নিজেই তুই বেশরম হলি
বয়সের কানা গলি
আমি তোরেই ছেইড়া চলি
তুই বয়সের কানা গলি।