আমার দেহে আমি গান করে যাই আনমনা
নিজের সুখে সুখ কিনে খাই আমরা ছয়জনা,


কষ্ট আমার কেষ্ট খোঁজে বেঁচে থাকার মানে বোঝে
যেতে যেতে তোমার হাতে হাতটি রাখা চলবে না
ওদিকে সদানন্দ বসে বসে পায় আনন্দ
মজে থাকে হৃদয়পুরের গল্প করা মাটির কণা।
আমার দেহে আমি গান করে যাই আনমনা।


তোমাকে পথের মাঝে দেখতে পাই সকাল সাঁজে
যে আলো ফুরিয়ে আসে আঁধারে তার লাগবে না
এপাশে মানুশ কাঁদে ডুবে যায় নদীর বাঁধে
একা আমি গেয়ে গেয়ে আকাশের এই বুঝি সেই ছলনা।
আমার দেহে আমি গান করে যাই আনমনা
নিজের সুখে সুখ কিনে খাই আমরা ছয়জনা।