স্বপ্নে লালিত এক বৃক্ষ শিশু
পোঁতেছিল দামালেরা ভালোবেসে
সেই বৃক্ষ শিশু আজ মহীরুহ হয়ে
ডালপালা ছড়িয়েছে চারপাশে  ।।  ( অস্থায়ী)


কতশত বেদনা ছাঁইচাপা যাতনা
গিয়েছিল দিনগুলো মনচাষে
লাল সবুজের এই স্বপ্ন ভূমিতে
আলোছায়া মেঠোপথ জলঘাসে ।। (  অন্তরা )


শ্যামলিমা এই দেশে শ্বাপদেরা
পেতেছিল নির্মম মৃত্যুর জাল
শহীদের  খুনে ভিজে
পলিমাটি বার বার হয়েছিল ভেজা ভেজা লাল ।  ( সঞ্চারী)


নয় মাসের ঐ বৃক্ষ শিশু
পৌঢ় হল পঞ্চাশে
লাল সবুজের দেশটা জুড়ে
বিজয় সুখের বান ভাসে  । ( আভোগ)