মনটা আমার ভেঙ্গে গেছে না পাওয়ার চিৎকারে,
হাতের মাঝেও স্বপ্ন চাঁদটা খুঁজি বারেবারে।
চাঁদ মামা দূরের আকাশে মেঘের কাছে বন্দি,
ভুল করে করিনি আমি  শত্রুর সাথে সন্ধি।।


সোনার ফসল খেয়ে গেছে নেতার  লাল ষাঁড়ে,
আর কতকাল কাটাব বল ক্ষুধার হাহাকারে।
কতো নেতা শোষণ করতে করছে কতো  ফন্দি।।
ভুল করে করিনি আমি  শত্রুর সাথে সন্ধি।


ছোট্ট জীবন পাড়ি দিচ্ছি সত্যের পথে হেঁটে,
কত যে ঝড় বয়ে গেছে যায়নি জীবন উল্টে।
আমরণ থাকবো আমি শত্রুর প্রতিদ্বন্দী।।
ভুল করে করিনি আমি  শত্রুর  সাথে সন্ধি।