মন চায় গাঁয়ে ফিরে যাই
মোঃ বুলবুল হোসেন


মনে চায় গায়ে ফিরে যাই নদী ভরা মাছ,
দেখবো সেথায় চোখ জুড়াবে সারি সারি গাছ।
স্মৃতি গুলো ডাকছে আমায় হাত ছানিতে ওই,
কোথায় গেলে বন্ধু স্বজন বলবো কথা কই।


আমার গায়ের মাটির গন্ধ মনে পড়ে খুব,
সবাই মিলে খেলার ছলে নদীর জলে ডুব।
স্মৃতি গুলো ডাকছে আমায় হাত ছানিতে ওই,
কোথায় গেলে বন্ধু স্বজন বলবো কথা কই।


পালতোলা ঐ নৌকার মাঝি ভাটিয়ালি গান,
পাগল করে ডাকতো আমায় পাঁকা ফলের ঘ্রাণ।
সবুজ শ্যামল ফসলে ভরা বাংলা মায়ের রূপ,
রুপের বাহার দেখে সবাই হয়ে যেতাম চুপ।


আঁকাবাঁকা মেঠো পথে আরো সবুজ মাঠ,
আমার গায়ে বসতো আরো নিত্য পণ্যের হাট।
স্মৃতি গুলো ডাকছে আমায় হাত ছানিতে ওই,
কোথায় গেলে বন্ধু স্বজন বলবো কথা কই।