দুঃখ নদীর কূলে
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ০২-০৯-২০২১ইং
সংসার একটি যুদ্ধের ময়দান 
যাবো নাতো ভুলে,
দুটি মনে বাঁধন রাখো 
নয়তো যাবে ঝুলে।
সুখের আশায় ঘুরবে তুমি 
দুঃখ নদীর কূলে।।
চারো দিকে চেয়ে দেখো
 শত্রু দিয়ে ঘেরা,
ভুল খুঁজে কাটা দিবে 
আর যাবে না ফেরা।
সংসার বৃক্ষ যত্ন করো 
ভরে যাবে ফুলে,
ছেড়ে দিও না আঘাত করো 
অবিশ্বাসের মূলে।
সুখের আশায় ঘুরবে তুমি 
দুঃখ নদীর কূলে।।
সকাল সন্ধ্যা সন্ধি করে 
টেনে ধরে চুলে ,
প্রতিদ্বন্দ্বী ভেবে তোমায়
 সাড়া দেবে না ভুলে।
সুখের আশায় ঘুরবে তুমি 
দুঃখ নদীর কূলে।।
