বুকটা খাঁ খাঁ করে
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ১৮-০৮-২০২২ ইং


তোকে ছাড়া বন্ধু আমার বুকটা খাঁ খাঁ করে,
কেমন করে রইলি রে তুই অন্যের বুকে পড়ে।
তোরই কথা মনে হলে অন্তরটা যে জ্বলে,
সুখের আশায় নিঠুর বন্ধু আমায় ভুলে গেলে ।


বন্ধুরে তুই অর্থ লোভী তর মন ভোগ  বিলাসী,
তর চরিত্র এমন জানলে  কি আর ভালোবাসি।
মায়া ভরা মুখ টা দেখে গিয়ে ছিলাম মিশে,
জানলে আগে বন্ধু আমি থাকতাম না তোর পাশে।


সুসময়ের বন্ধু তুমি স্বার্থপরী একটা,
স্মৃতিগুলো ফেলে গেলি কাঁদে না তোর  মনটা।
মায়ার জালে বন্দি করে আমায় গেলি ফেলে
আমায় ছেড়ে সুখ পাবিনা বন্ধু দূরে গেলে।


আমার কথা মনে হলে কাঁদবি  তুইতো জানি,
মুছার মত কেউ থাকবে না তোরি চোখের পানি।
সেদিন দেখবি কেমন করে  অন্তরখানি জ্বলে,
পরান কি আর ঠান্ডা হবে বরফের ওই জলে।