দিস্ চিরকাল আমার মাকে আলো!
========================@@@


চন্দ্র রে তোর বদনখানি
করিস্ নে আর কালো -
দিস্ চিরকাল আমার মাকে আলো!


না জানি ঘোর আঁধার আজি গড়ছে কেমন রাতি,
মা যে আমার ঘুমিয়ে থাকে নেই ও’ ঘরে বাতি!
করলে রে ভয় জেগে একা
আপন ভেবে দিস্ তুই দেখা
নিদ হারা এই হৃদয় সঁপে
বাসবো তোরে ভালো -
দিস্ চিরকাল আমার মাকে আলো!


কাতর সুরে ডাহুক ডেকে নেয় যদি ঘুম কেড়ে,
ভুল করে তুই যাস্ নে যেনো ক্ষণিক দূরে ছেড়ে!
কাঁদলে রে মা’র পরাণ পাখি
নিস্ মুছে তার সিক্ত আঁখি
কথা দিলাম ভর এ জনম
বাসবো তোরে ভালো -
দিস্ চিরকাল আমার মাকে আলো!


========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৭/০৯/২০২২ইং।



@বোরহানুল ইসলাম লিটন