ক্যামনে দেখবো মদীনা!
====================@@@


আর কতকাল সইবো দয়াল
জান যে আমার পাখি না -
ক্যামনে তবে দেখবো সোনার মদীনা!


মনের স্বপন নববীতে
ফজর আদায় করে,
দ্বীনের নবীর রওজা আমি
দেখবো পরাণ ভরে।
ব্যাকুল আঁখির দৃষ্টি কাঁদে
জান যে আমার নদী না -
ক্যামনে তবে দেখবো সোনার মদীনা!


বাকীর পথে ঘুরবো ভেবে
আছর নামাজ শেষে,
দরুদ সপি আশার দোরে
নম্র সেবীর বেশে।
বুকের পিরিত গুমড়ে মরে
জান যে আমার বারীদ না -
ক্যামনে তবে দেখবো সোনার মদীনা!


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৬/০৫/২০২২ইং।



@বোরহানুল ইসলাম লিটন