ক্যামনে বলো ডাকি!
====================@@@


দয়াল তোমায় ক্যামনে বলো ডাকি!
অধম বলে সুর যে আমায়
কবেই দিছে ফাঁকি -
দয়াল তোমায় ক্যামনে বলো ডাকি!


জ্ঞানহীনা এই বদ্ধ ঘরের
নেই গো বলে দোর,
ভাবতে গেলেই তোমার কথা
বাড়ে আঁধার ঘোর!
অবুঝ পাখি খাঁচার গায়ে
বুঝি না ক্যান দেয় ঝাঁকি -
দয়াল তোমায় ক্যামনে বলো ডাকি!


ব্যাকুল তৃষায় মনটা করে
কতোই গো প্যান প্যান,
করলে না দান বুঝে তুমি
একটুখানি জ্ঞান!
ভর দিনমান ভেবেই মরি
এই বুঝি প্রাণ দেয় ফাঁকি -
দয়াল তোমায় ক্যামনে বলো ডাকি!


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৬/১০/২০২২ইং।



@বোরহানুল ইসলাম লিটন