জ্ঞান দাও প্রভু!
====================@@@


জ্ঞান প্রভু দাও আমায় তুমি
আপন ভেবে অন্তরে -
কান্দি আমি ধুলায় শুয়ে ভুল করে!
বিষম কাতরে -
কান্দি আমি ধুলায় শুয়ে ভুল করে!


দেহ ফেলে দাম দিয়েছি
কিনে রঙিন জামা,
সোনা বিনে আজ বুঝি তাই
ভান্ডে শুধুই তামা।
না যদি পাপ করলে ক্ষমা
তুলবে কে কও হাত ধরে -
কান্দি আমি ধুলায় শুয়ে ভুল করে!


বর্ষা খরা আশায় গেলো
ভাবি প্রভু শীতে,
ঠেস দিলে না আজও কেন
নড়বড়ে এই ভিতে!
খাঁচা আমার কাঁঞ্চা বাঁশের
কে নিবে কও দায় পড়ে -
কান্দি আমি ধুলায় শুয়ে ভুল করে!


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৭/০৭/২০২২ইং।



@বোরহানুল ইসলাম লিটন