????? ?????? ??

জন্মস্থান বাংলাদেশ
বর্তমান নিবাস বাংলাদেশ
পেশা জানা নেই

দেওয়ান লালন আহমেদ ১৯৭৮ সালে টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন। পড়ালেখা করেছেন ঢাকার সুনামধন্য নটরডেম কলেজে এবং জাহাংগীরনগর বিশ্ববিদ্যালয়ে সরকার ও রাজনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করে ২৪তম বিসিএসে উত্তীর্ণ হয়ে পুলিশ ক্যাডারে যোগদান করেন। লেখালেখির প্রতি আগ্রহ ছোটবেলা থেকেই, স্কুলের দেয়ালিকা হতে লেখার হাতেখড়ি। প্রকাশিত গ্রন্থ – বাবার চোখে মুক্তিযুদ্ধ , ২০১৭ সালের একুশের বইমেলাতে তার দ্বিতীয় গ্রন্থ 'পুলিশের খেরোখাতা ' প্রকাশিত হয়েছে। এ বছরের একুশে বইমেলা-২০১৮ তে তার শিশুতোষ বই 'বিতং বনে বন বনিয়ে' প্রকাশিত হয়েছে । অবসরে লেখালেখিতে ব্যস্ত থাকেন, তার লিখা গল্প কবিতা প্রবন্ধ দেশের জাতীয় পত্রিকা সমুহে বিভিন্ন সময়ে প্রকাশিত হয়েছে। তিনি বাংলাদেশ পুলিশের মুখপাত্র ডিটেক্টিভ পত্রিকায় নিয়মিত লিখেন। এক সময় ছদ্মনামে ব্লগে লিখতেন, ব্লগার স্বীকৃতি হিসেবে প্রথম আলো ব্লগ থেকে পুরস্কার পেয়েছেন । ।

????? ?????? ?? ৫ বছর ৮ মাস হলো গানের পাতায় আছেন।


শেয়ার করুন: