ভাষাহীন মুখে বাঙ্ময় আঁখি কয়ে গেল কত কথা;
কয়ে গেল যত হৃদয়ে গোপন সঞ্চিত আশা, ব্যথা।


পড়িতে না পারি ও লেখা  মুখের,
বেদনার হাসি, নাকি তা সুখের?
আঁখিতে আঁখিতে মিলায়ে লিখিছে প্রেমের কাব্য-গাথা।


দেখিলাম তারে, শুনি নাই শুধু, কী বলি গেল সে মোরে;
না বলা কথার মালা গেঁথে শুধু বেঁধে গেল মায়াডোরে।


কী বা বুঝিয়াছি, কী বা বুঝি নাই –
সে কথা তাহারে কহিবারে চাই;
কহিব কেমনে তাহা বুঝি নাই, প্রয়াস সকলই বৃথা।
—০০০—