তোর আগুনে জ্বালাইস না আর,
তোর আগুনে পোড়াইস না
তোর আগুনে পুড়তে পুড়তে হইলাম রে খাঁটি সোনা
তোর আগুনে জ্বালাইস না আর,
তোর আগুনে পোড়াইস না ॥


মোল্লা মৌলবীরা কইলো
তোর পাপের আর নিস্তার নাই
পয়সাওয়ালায় আঙ্গুল দেখায় কয় তার দ্বার আর খোলা নাই
নাই তো সুযোগ আগুনে ঝাপ দিলাম পুইড়া হইলাম ছাই
পুড়তে পুড়তে খাঁটি সোনা বানাইলো ঐ দয়াল সাঁই।


বাইরে থেইকা কত দেখাও তোমার রুপের রঙ-বাহার
দেইখা আম-পাবলিকে পাইলো বানাইলো কত আহার
বাইরের রুপে থাকে আগুন
অন্তরে তো কিছু নাই
অন্ধ রুপে আম-পাবলিকে
পুইড়া পুইড়া হইলো ছাই।


অন্তর্দশী মানুষ দেখলো তোর রুপের তাল-বাহানা
তোর আগুনে পুড়তে পুড়তে
হইসি রে খাঁটি সোনা
কয়লা ধুইলে ময়লা যায় না
বাহির দিয়া লাভ কি আর
অন্তর যদি ফর্সা থাকে
দেখবি কত রুপ-বাহার।