ওরে দয়াল তরে শুধাই-----------(২)


চোখ থাকলেই কি অন্তর দেখা যায়?
দেখছি আমি আমার মন-তৃষ্ণাই,
মনে সুখের প্রদীপ জ্বালাই,
আলো নিভে গেলে তাই,
আমি তো রয়ে যাব অসীম শূণ্যতায়।
চোখ থাকলেই কি অন্তর দেখা যায়?
ওরে দয়াল,
চোখ থাকলেই কি অন্তর দেখা যায়?(২)


মনের ঐ গহীন বনে, কি যে কথা কই?
গোপনে-গোপনে কাউকে না জানাই,
আমার যে আর কোন উপায় নাই,
ফাঁস হয়ে গেলে তাই,
আমি তো রয়ে যাব অসীম শূণ্যতায়।
চোখ থাকলেই কি অন্তর দেখা যায়?
ওরে দয়াল,
চোখ থাকলেই কি অন্তর দেখা যায়?(২)


দেহে আছে সুখের ধারা,কেন কষ্ট পাই?
বিষন্ন মনে শোকের বাঁশি বাজাই,
সুখ যে আমারে ধরা দেয় নাই,
কেউ না বুঝলে তাই,
আমি তো রয়ে যাব অসীম শূণ্যতায়।
চোখ থাকলেই কি অন্তর দেখা যায়?
ওরে দয়াল,
চোখ থাকলেই কি অন্তর দেখা যায়?(২)


ওরে দয়াল তরে শুধাই---------------
আমি তো রয়ে গেলাম অসীম শূণ্যতায়।
                                          
                                         -মরমী গান।