আমি কবি হতে চেয়ে...
হতে পারিনি আমি কবি,
শুধু এঁকেছি আমার-
অন্তঃপুরে বেদনার ছবি।


কবিতা লিখলেই কি
কবি হওয়া যায়?
মনের বাগিচায় তারই-
প্রশ্ন করি নিরালায়।
এ যেন দু:খের প্রতিচ্ছবি।


শোকের ঘোরে ভাবের তরে
গাঁথি কাব্য-মালা,
লেখা হয়েও কাব্য হয় না
বাড়ায় মনের জ্বালা।
এ যেন দু:খের প্রতিচ্ছবি।