কেহ পাপ করো না ভাই,
পাপ না করা যায়।


পাপের প্রায়শ্চিত্ত দুনিয়াতেই হয়
কড়ায় গণ্ডায় হয়,
তিলে তিলে হয়,
হাড়ে হাড়ে হয়।


রক্তের বলে পাপ পথে
হয়ে আগমন,
নীল দরিয়ায় ডুবে মরলো পাষাণ ফেরাউন।
ও বাদশাহ নমরুদ মরলো মশার কামড়ে  (২)
হাতী পালায় পাখির ভয়-পাখির ভয়
প্রমাণ ফীল ছুরাতে রয়।


লোভে পাপ পাপে মৃত্যু
জানে তো সবাই,
তবু ভাই হয়ে ভাইয়ের জীবন
হত্যা করতে চায়।
ও মরণ  কূপের ইউছুফ বাদশাহ হলো  (২)
শত্রু ভাই তাঁর দ্বারস্ত হয়-দ্বারস্ত হয়
আল্ ইউছুফ ছুরায় কয়।


শত পাপে শকুণ পড়ে
হাজার পাপে আগুন,
লক্ষ পাপে দুই চোখ অন্ধ
শাস্ত্রে তার প্রমাণ
ও দুনিয়ার সব অভিনয় ছাড়ার সময়  (২)
পাপী মনটা ক্ষমা চায়-ক্ষমা চায়।
যার আসল সম্বল নাই।