গান কবিতা শুনে শুনে রাতের শেষে দিন যায়
পাগল মনে ভোরের বেলায় হিসাব মিলাই খাতায় ।।


হাতিরঝিলে হেঁটে হেঁটে কষ্টের ডালি ভরে
মধ্য রাতে শূন্য হাতে ফিরি আপন ঘরে
খরচের জের আঁচড় কাটে ভাংগা বুকের ছাতায়।।


হালখাতার‍ দিন সামনে এলেই কপালে হাত যে পড়ে
দেনা পাওনার অংক আজও বুঝিনি ভালো করে।


দিনে দিনে গুনে গুনে বর্ষপাতার শেষে
সমাপ্তি এক রেখা টানি অশ্রুসজল বেশে
মহাজনের পাওনা শোধ যে হয়না টালির পাতায় ।।


ছন্দ:স্বরবৃত্ত-৪+৪+৪+২/৩


স্বরবৃত্ত-৪+৪+৪+২/১


গান ও গল্প  শুনে শুনে
দিনটা কেটে যায়
উদাস হয়ে মনটা অামার
উড়াল দিতে চায়।।


হালখাতা ভাই সামনে এলে
কপালে হাত পড়ে
হাতিরঝিলে হেঁটেহেঁটে
কষ্ট যায়গো ঝরে।
দিনটা চলে যায় মাসও হারায়
বছরটা থেমে নাই ।।


গান ও গল্প  শুনে শুনে
দিনটা কেটে যায়
উদাস হয়ে মনটা অামার
উড়াল দিতে চায়।।


দিনে দিনে গুনে গুনে
বর্ষপাতার শেষে
সমাপ্তি এক রেখা টানি
অশ্রুসজল বেশে
দেনা-পাওনার দোদুল পাল্লায়
শুধু দোলা খাই ।।


গান ও গল্প  শুনে শুনে
দিনটা কেটে যায়
উদাস হয়ে মনটা অামার
উড়াল দিতে চায়।।


ধানমন্ডী টু কলেজ গেইট
৩০-১২-২০১৭