আজিজুল হক


বানভাসি প্রেম.. রৌদ্রে শুকিয়ে যায় বানভাসি প্রেম আসে বৃষ্টির জলে...
বানভাসি প্রেম আসে, ভালবাসে ভালবাসি বলে...


সব ফাঁকি ফাঁকি ওই মেয়েদের মন
বানের স্রোতে ভেসে চলে অকারন
অকারনে কাঁদে তারা অকারনে হাসে..
অকারনে হয় সর্বনাশী....
ভাসায় চোখের জলে।।
বানভাসিপ্রেম.........


পঁচা খুঁড়েরা সব সুগন্ধ মাখায়
বানে ভেসে খেয়ালীরা পথ ভুলে হায়
গড়ার খেয়ালে ভাঙ্গে সে আসল
মিথ্যা মায়ায় ডানা মেলে।।
বানভাসি প্রেম.....


চরজাগা কুলকে করে নিয়ে নিজ
ছড়ায় নারী তাতে মায়াময় বীজ,
জ্বালাময় পৃথিবীতে পুরুষ খেলনা দিয়ে
নারী শুধু খেলে...
খেলা শেষে ছুড়ে দেয় যমুনার জলে....
বানভাসি প্রেম রৌদ্রে শুকিয়ে যায়
বানভাসি প্রেম ভাসে বৃষ্টির জলে।।