আকাশের ভাঁজে লুকিয়ে রেখেছিলাম যে চিঠি
সেই চিঠি এক আকস্মিক বৈশাখী ঝড়ে
উড়িয়ে নিয়ে গেছে কোথা....
সাঁঝবাতির ওই টিয়া পাখি... আকাশের মেঘ
সাজানো গোছানো ওই বুনোলতা
বুঝতে কি পারো.. আজ আমার ব্যথা...


জমকালো কার্নিশে বুলিয়ে বুরুশ
সাতরঙা যেই ছবি এঁকেছিলাম একদিন
সেই ছবি হায় পালালো কোথায়...
মুটো ভরা ব্যাথা নিয়ে বিরহী পুরুষ
বুকে চেপে রাখি ধরে চিনচিন
বাদলেরও মাদল হাওয়ায়.....
পাখি আজ বলে কোন কথা...


টুপটাপ অশ্রুর গানে
নিখিলের ঝরাপাতা হয়েছে উদাস
কার তরে সাজানো স্বপ্নের সিথানে
দুর্বার বিরহরা করে ব্যাথা চাষ
কোথায় সে মাধুরী বাগান বিলাস
চুপকথা কয় কার কানে
বুকের গহীন কোণের লুকোনো ব্যাথা....