জোছনা ভেজা রাত
‌ঝি‌রি ঝি‌রি বাতাস,
স্তব্ধ চা‌রি‌দিক-‌নি‌ভে গে‌ছে প্রদীপ।
"ক্লান্ত পৃ‌থিবী ঘু‌মের দে‌শে স্বপ্নে মগ্ন এখন
‌নিঃস্ব আমি কাটাই জে‌গে দুখের দীর্ঘ প্রহর"।


‌চো‌খের কো‌ণে যখনি ভে‌সে ও‌ঠে
হা‌রানো সেই মুখ
হৃদয় বীনা তখ‌নি বে‌জে ও‌ঠে
‌বেদনা ভরা সুর।
"ভু‌লে যে‌তে চাই অতীত অামার
পুর‌নো স্মৃ‌তির আসর"।


শুধু কি আমি একা‌কি কে‌দে যাব
‌নি‌জে‌কে ক‌রে শেষ
‌মায়ার টা‌নে তু‌মিও দি‌য়ে ছি‌লে
‌তোমারি মন বেশ।
"মুছে ফে‌লে দিয়ে সকল বেদন
এ‌সোনা কা‌ছে আবার"।