শ্রাবণের এ ধারাতে
মন চায় যে হারাতে
ভালোবেসে তোমার মাঝে,
তুমি রাখো যদি বুকে
কী যে সুখেরি অসুখে
ডুবে থাকি সকাল সাঁঝে,
কিছুতেই যেনো কাটে না ঘোর,
নেমে এলে রাত চাই না ভোর।।


রিমঝিম রিমঝিম সারাদিন,
মেঘে মেঘে এ মন হলো রঙিন।
তুমি) বৃষ্টি ভেজা আলতো পায়
         সামনে দাড়ালে ছুঁয়ে যায়
         কবিতায় কাব্যের আদর।।
     কিছুতেই যেন,,,,,,


টুপটাপ জলছাপে অবিরাম,
হৃদয়ের মরু পথে লিখে নাম।
তুমি) দৃষ্টি জুড়ে স্বপ্নরাগ
       অনুভবে জাগে অনুরাগ
      আঁকো দাগ অন্তর ভেতর।।
    কিছুতেই যেন,,,,,,


©আবুবকর শিকদার
০৪/০৭/১৮ইং