তুমি শিশিরে ভেজা নীল অপরাজিতা
দুচোখ তুলতেই পুড়ে গেলাম,
সরিয়ে কুয়াশার চাদর
জড়িয়ে ভালোবাসা আদর
এ বুকে ধরতেই মরণে তুমি লিখে দিলে যে নাম।।


দেখিনি তো কখনো বনলতা সেনকে
শ্রাবস্তীর কারুকাজ,
তোমায় দেখে কবি মনের খুলে যায় ভাঁজ।
কবিতারই উঠোনে হঠাৎ বৃষ্টি-কে আমি পেলাম।।


অন্ধকার কত রাত্রি-তে আমার
জ্বলেছে কাচ পোকা টিপ
আমার এ শূন্য আঙিনা-তে যেনো প্রদীপ।
আলোতে জ্বলে জ্বলে সুখেরই অসুখেই মরে গেলাম।।


আবুবকর শিকদার
১৮/০৪/১৭ইং