প্রতিদিনই খুজি আমি তারে
এই ব্যস্ত কলের শহরে ।
জানিনা কোথায় সে অগোচরে
এই ব্যস্ত কলের শহরে।


প্রতিদিনই খুজছি আমি নতুন অজানা
রহস্যের নাই শেষ ঠিকানা ।
ব্যস্ত দিনের ব্যস্ত দুপুর
ক্লান্ত শহর ব্যস্ততায় ভরপুর।
তারই মাঝে খুজছি আমি দূর হতে বহু দূরে
এই ব্যস্ত কলের শহরে।


পৃথিবীর এই গোলক ধাধা
নানা ব্যস্ততায় বাধা।
নিত্য নবলোকের আনাগোনা
নেই কেউ কারো জানাশোনা।
প্রতিদিনই নিজেকে হারাই আমি জানজটের প্রহরে
এই ব্যস্ত কলের শহরে,
ভালোবাসা হারায়ে যায়
এই ব্যস্ত কলের শহরে।