রাতের শেষে রঙিন রবি নতুন রূপে নামে
শেষ স্মৃতি আগলে রেখ নতুন চিঠির খামে।
নিজের অজান্তে যদি রাত্রি কেহ জাগায়
স্মৃতিকথা লিপিকারে বদ্ধ রেখ খাতায়।
রঙিন সুবাসে’’’’’’’’
আমার চিঠি মোড়ায়ে রেখ রঙিন সুবাসে
বন্ধু তোমার নামটি লিখ তারই ওপর পাশে। (২)


আসতে পারো পুকুরপাড়ে
                        যদি মনে পড়ে
আমার লেখা গানটি গেয়ো
                      যদি মনে ধরে। (২)
যদি কভু হয় গো দেখা, সবুজ দুর্বাঘাসে
বন্ধু তোমার ছবি এঁকো তারই ওপর পাশে।
আমার চিঠি মোড়ায়ে রেখ রঙিন সুবাসে
বন্ধু তোমার নামটি লিখ তারই ওপর পাশে। (২)


মনে যদি পড়ে আমায়
                চিঠিখানি রেখ সাথে
প্রহর গুণে দ্বিপ্রহরে
                খামটি খুলিয়ো নিজহাতে।
জোনাকির ঐ ক্ষীণ আলোয়
                   যদি কিছু দেখ তাতে
গোপন রেখ তুমি তাহা
                    আপন আত্তাতে।
নদীর জলে চন্দ্র হাসে বাশবাগানের পাশে
বন্ধু তুমি রাত্রি জেগো তারই ওপর পাশে।
আমার চিঠি মোড়ায়ে রেখ রঙিন সুবাসে
বন্ধু তোমার নামটি লিখ তারই ওপর পাশে। (২)