শুধু রৌদ্র কি পারে রাঙাতে রঙধনু
বৃষ্টিতে ভেজা আকাশ যদি না থাকে?
জীবনও রঙিন বর্ণালী হয়ে ফোটে
কিছু হাসি কিছু কান্নার ফাঁকে ফাঁকে ॥


আমি তাই শুধু চাই না খুশির বন্যা
হাসিতে আমার লেগে থাক কিছু কান্না
ঝলোমলো রোদে বৃষ্টির খেলা
আরো বেশি ভালো লাগে ॥
শুধু রৌদ্র কি পারে রাঙাতে রঙধনু.. .. ..


বিকেলের আলো এত কি পেখম মেলতো
যদি না আঁধার আলোকের সাথে খেলতো?
ছলোছলো নদী উচ্ছ্বল আরো
বাধা পেয়ে বাঁকে বাঁকে ॥
শুধু রৌদ্র কি পারে রাঙাতে রঙধনু.. .. ..