সাদা শাড়িতেই অপরূপা আমি গৌরবময়ী নিবিড় হাস্নাহেনা--
আমাকে তোমরা বিধবা বলো না আমার স্বামী তো অমর মুক্তিসেনা।।


রাজপথে আজও পতাকা উড়িয়ে দৃপ্ত কিশোর চলে--
কী যেন কী এক আবেগে আমার বুক ভেসে যায় জলে;
কান্নাতে আছে কী যে আনন্দ
আমি জানি আর অন্য কেউ জানে না ॥
আমাকে তোমরা.. .. .. ..  


তার কথা শুনি শ্যামা-পাপিয়ার মিষ্টি-মধুর গানে,
সে যে কথা কয় উতলা নদীর ছন্দিত কলতানে--
নীরবে সে এসে বসে একান্তে
আমি দেখি আর অন্য কেউ দেখে না ॥
আমাকে তোমরা. . .