ওরে নিন্দুক, তুই কী পরেছিস চোখে?
সবাই যখন চাঁদ দেখে তুই দেখিস কলঙ্ককে ॥


(ও তুই) তিলকে করিস তাল,
খাঁটি সোনায় পাথর ঘ’ষে ভাবলি তাকেও জাল;
খুঁজলি কেবল মন্দ কোথায় করলো কখন লোকে ॥
সবাই যখন চাঁদ দেখে তুই.. .. ..


(কারো) ফুটলে প্রেমের ফুল,
বুঝি না তার সুখ কেন তোর হয় যে চোখের শূল!
বল্ দেখি কার সাধ্য আছে বুঝতে পারে তোকে ॥
সবাই যখন চাঁদ দেখে.. .. ..