নটে গাছ মুড়ায় না, গল্প আমার ফুরায় না
কোনো কোনো গল্প আছে চলবে চিরকাল
(আজো তাই) সূর্য ওঠে বরকতের ঐ চোখের মতো লাল!
(আজো তাই) সূর্য ওঠে....


(যারা) প্রাণ দিয়েছে ভালোবেসে আমার মায়ের বুলি
গল্প তাদের রাখবে জমা ঠাকুরমাদের ঝুলি--
ক্লান্তিবিহীন শ্রোতার মতো শুনবে মহাকাল!
(আজো তাই) সূর্য ওঠে বরকতের ঐ চোখের মতো লাল ॥


(আজো) রাজপথে কেউ মিছিল ক’রে  চাইলে অধিকার
সামনে থাকে রফিক-সালাম-শফিক ও জব্বার--
সূর্য-সেনাদলকে বলে জ্বালরে আগুন জ্বাল!
(আজো তাই) সূর্য ওঠে....