লালন তোমার আরশিনগর আর কতদূর, আর কতদূর
অচেনা এক পড়শি খুঁজে কাটলো সকাল, কাটলো দুপুর।।


তুমি-আমি কেউ দেখিনি
ক্যামনে তবে পড়শি চিনি
দেখি না কে বাজায় বাঁশি আমি শুধু শুনি সে-সুর।।


বলেছিলে বাড়ির কাছে
অদেখা এক পড়শি আছে
জানি না তো পথের দিশা কীসে যাবো অচিনাপুর?