কাঁটার আঘাত লাগবে জেনেও  
চায় না কি কেউ লাল-গোলাপের ঘ্রাণ!
এ কেমন প্রেমিক তুমি
ভালোবেসে একটু নাহয় সইলে অপমান ॥


হিসেব করে কে পেরেছে বাসতে ভালো?
কোন্ হিসেবীর ভাগ্যে জোটে প্রেমের আলো?
দান না-করেই ভাবছো তুমি
পাবে কি না পাবে প্রতিদান ॥
এ কেমন প্রেমিক তুমি.. .. ..


শাসন দিয়ে যায় না রোখা ফুলকলিকে!
কে বেঁধেছে মনকে বলো নিষেধ লিখে?
ভুল না-করেই কাঁপছো তুমি
ভুলের ভয়ে যায় বুঝি কুল-মান ॥
এ কেমন প্রেমিক তুমি.. .. ..