(দয়াল) চিনলা না আমারে--
থুইয়া তোমার দয়ার কাঙাল
করলা দয়া যারে-তারে ॥


তোমার হাতে সুখের চাবি,
যে চায় তারই মিটাও দাবি,
(যদি) না পাই কিছু এই দুনিয়ায়
কী পাবো হায় পরপারে ॥
থুইয়া তোমার দয়ার কাঙাল.. .. ..


ভাবো যদি আমারে পর
মিছাই তুমি দয়ার সাগর!
(দয়াল) তুমি দিলে কানে তালা
মনের জ্বালা জানাই কারে ॥
থুইয়া তোমার দয়ার কাঙাল.. .. ..