আউলা চুলে বাঁধলাম ফিতা করিয়া শাসন
ক্যামন কইরা বান্ধি সই গো, আমার আউলা মন।।


ভাব-নমুনা দেখে সবাই, দেখলো না অন্তর
গাছের ডালা বাইন্ধা কি আর যায় থামানো ঝড়?
চোখের পানি মুছলাম তবু থামে না কান্দন।।
ক্যামন কইরা বান্ধি সই গো….


জিজ্ঞেস করে পাড়োর লোকে হইছে আমার কী!
কই ক্যামুনে কোন আগুনে আমি মইরাছি—
মনের মানুষ পর হ’য়াছে, দেয় না দরশন।।
ক্যামন কইরা বান্ধি সই গো….