(আমি) আরো বেশি জড়িয়ে পড়ি
(যদি এই) বাঁধন তোমার খুলতে চাই,
(বেড়ে যায়) স্মৃতির জ্বালা
(যখনি) এই তোমাকে ভুলতে যাই ॥


(বিঁধবেই) তুলতে গেলে বুকের কাঁটা,
(সহজে) কাউকে ভুলে নতুন পথে যায় না হাঁটা
(প্রেম নয়) শখের গোলাপ--
হাত বাড়ালেই  আবার পাবো যখন খুশি তুলতে চাই ॥
(আমি) আরো বেশি জড়িয়ে পড়ি.. .. ..


(লাভ কী) মিছেমিছি নোঙর ছিঁড়ে?
(যদি এই) মনের খেয়া নতুন ঘাটে আর না ভিড়ে
(মন নয়) নাচের পুতুল
মিথ্যে তবু কেন যে এই দ্বিধার দোলায় দুলতে চাই ॥
(আমি) আরো বেশি জড়িয়ে পড়ি.. .. ..