(আমার) স্বপ্নরঙিন কিশোরবেলা হারিয়ে ফেলেছি
সময় রে তুই আর কোনোদিন ফিরিয়ে দিবি কি ॥


কোথায় আমার গল্পদাদু, ডাঙ্গুলি আর ঘুড়ি?
সময় রে তুই নিজেই তবে ডাইনী-জুজুবুড়ি!
সব খেয়েছিস খেলার সাথী, খেলনা আমার কাঠের হাতি,
নন্দপুরের ছন্দ আমার চন্দনা বউদি’॥
সময় রে তুই আর কোনোদিন.. .. ..


কাশের বনে হারিয়ে যেতাম যে-কিশোরীর ডাকে
জানি না সেই পল্লীবালা এখন কোথায় থাকে
কই গেলো সেই ফুলন দাসী বানিয়ে দিতো পাতার বাঁশি
কুঞ্জবাবুর পাঠশালাতে সমাস ও সন্ধি ॥
সময় রে তুই আর কোনোদিন.. .. ..