আমার আকাশ ছিঁড়ে গেছে কত শকুনের চিৎকারে:
স্বপ্নের চাঁদ ডুবে গেছে বারে-বারে,
সূর্য হয়েছে মেঘের আড়ালে বন্দী,
কখনো করিনি শত্রুর সাথে সন্ধি ॥


সোনার ফসল দ’লে গেছে কত মোড়লের কালো ষাঁড়ে,
জীবন কেটেছে ক্ষুধা আর হাহাকারে
শোষক এঁটেছে শোষণের কত ফন্দি ॥
কখনো করিনি.. .. ..


আমার জীবন কেটে গেছে শত মিছিলে-মিছিলে হেঁটে
পাঁজর ফুঁড়েছে গুলি আর বেয়নেটে
তবু রয়ে গেছি মরণের প্রতিদ্বন্দ্বী ॥
কখনো করিনি.. .. ..