এই খাল বিল নদী নালা সাগর পাহাড়
কি যে শোভা মরি মরি বাংলা আমার
আহা বাংলা আমার।।


মাঠে মাঠে সোনা সোনা পাট আর ধান
রাখালের মিঠে বাশি রাখালীর গান
কোথাও পাবেনা খুজে তুলনা যাহার।।


ঝিলে হাসি থই থই শাপলা ফোটে,
ফুলে ফুলে দুলে দূরে ভোমরা জোটে।
আম জাম কাঁঠালের সবুজ বনে
কাকলীর কথা কলি মৃদু কুজনে
সারাবেলা বসে মেলা গল্প গাথার