পঁচাত্তরের পনের আগষ্ট
রক্তে মাখামাখি!
আকাশ কাঁদে বাতাস কাঁদে
কাঁদে বনের পাখি!


সাগর নদী ঝর্ণাধারা-
নভঃনীলের চন্দ্রতারা,
থমকে গেছে সবাই তারা!
কষ্ট কোথায় রাখি!


হায়! বাঙালী কপাল পোড়া
পিতার খুনে নাইলি তোরা!


প্রান্তজুড়ে সবুজ শ্যামল
বনবনানী ফুল ও ফসল
বিবর্ণ আজ মায়ের আঁচল
দুঃখ কিসে ঢাকি!!


--------------------------
শ্রেণি : দেশাত্মবোধক
রচনাকাল : ১৪ আগষ্ট ২০১৬, লালমনিরহাট।